স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সুযোগ পেয়েছেন নতুন তিন ক্রিকেটার। তারা হলেন, লাহিরু উদারা, চামিকা গুনাসেকারা ও মিলান রাথানায়াক।
উদারা ও গুনাসেকারা এর আগে দেশের হয়ে যথাক্রমে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছেন। কোনো ফরম্যাটেই খেলার অভিজ্ঞতা নেই রাথানায়াকের। তাদের কপাল খুলায় বাদ পড়েছেন রাকশিথা মানসিংহে, প্রবিন জয়াভিক্রমা ও পাথুম নিসাঙ্কা।
১৬ সদস্যের দলের নেতৃত্বভার পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। দিমুথ করুনারত্নের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে এটাই তার প্রথম কোনো অ্যাসাইনমেন্ট।
প্রসঙ্গত, এ ম্যাচটিই আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট হতে যাচ্ছে।
শ্রীলঙ্কা দল
ধনঞ্জয়া ডি সিলভা, কুশাল মেন্ডিস, দিমুথ করুনারত্নে, নিশান মদুশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, সাদেরা সামারাভিক্রমা, রামেস মেন্ডিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, লাহিরু উদারা, চামিকা গুনাসেকারা ও মিলান রাথানায়াক।