হোম খেলাধুলা শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে এশিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা খুবই বাজে হলো। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড বিশ্ব চ্যাম্পিয়নরা। এশিয়ার মাটিতে তারা সর্বনিম্ন রানে গুটিয়ে গেলো। ১৭৪ রানের বিশাল জয়ে অজিদের আত্মবিশ্বাসে বড় আঘাত করেছে লঙ্কানরা। দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতলো তারা।

২৮২ রানের লক্ষ্যে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারানোর পর স্টিভ স্মিথ ও জস ইংলিস প্রতিরোধ করেন। ৪৬ রানে এই জুটি ভাঙে। ইংলিসকে দুনিথ ভেল্লালাগে আউট করতেই দৃশ্য পাল্টে যায়। ২৮ রানে ৭ উইকেট হারিয়ে অলআউট অস্ট্রেলিয়া।

২৫তম ওভারে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় অজিরা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন রানে থামে তারা। ভেল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা সাত উইকেট ভাগাভাগি করে নেন।

স্মিথ সর্বোচ্চ ২৯ রান করেন। ইংলিস করেন ২২ রান।

ভেল্লালাগে চার উইকেট নেন। হাসারাঙ্গার সমান তিন উইকেট নেন আসিথা ফার্নান্ডো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন