আন্তর্জাতিক ডেস্ক:
পর্যটন খাতকে সমৃদ্ধ করতে ৭টি দেশের ভ্রমণকারীদের বিনামূল্যে ভিসা দেয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলংকার মন্ত্রিসভা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি। খবর হিন্দুস্তান টাইমসের।
আলী সাবরি জানিয়েছেন, ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড- এই সাতটি দেশের ভ্রমণকারীদের পাঁচ মাসের জন্য বিনামূল্যে ভিসা দেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
তিনি আরও জানান, বিনামূল্যের ভিসা কার্যক্রম একটি পাইলট প্রকল্প হিসেবে অবিলম্বে শুরু হয়েছে এবং ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে।
দেশটিতে আরও বেশি পর্যটক আকৃষ্ট করাই এই পদক্ষেপের উদ্দেশ্য বলে জানিয়েছে শ্রীলংকার পর্যটন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে শ্রীলংকার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী বছরগুলোতে দেশটিতে আগত পর্যটকের সংখ্যা ৫০ লাখে উন্নীত করার আশা করা হচ্ছে।
নতুন পদক্ষেপের মাধ্যমে ভ্রমণকারীদের ভিসা পাওয়ার জন্য অর্থ এবং সময় সাশ্রয় হবে বলেও জানিয়েছে শ্রীলংকা সরকার।