হোম খেলাধুলা শ্রীরাম-সুজনকে নিয়ে তথ্য ফাঁস!

খেলাধূলা ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে শ্রীধরন শ্রীরামের চুক্তি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু বিশ্বকাপের পরেও তিনি বাংলাদেশে থাকুক- এমনটাই চান ক্রিকেটাররা। সম্প্রতি অধিনায়ক সাকিব আল হাসানও প্রশংসায় ভাসান শ্রীরামকে। কিন্তু বিসিবির গড়িমসিতে যে কারও মনে হতে পারে, শ্রীরামের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নন তারা। ক্রিকেটারদের চাওয়া সত্ত্বেও চুক্তি নবায়ন করতে না চাওয়ার কারণও অবশ্য আছে।

আচমকাই টাইগারদের দায়িত্ব পান শ্রীধরন শ্রীরাম। রাসেল ডমিঙ্গোর ক্রমাগত ব্যর্থতার দরুণ সবশেষ এশিয়া কাপের আগে উড়িয়ে আনা হয় ভারতীয় এই কোচকে। তাকে দেয়া হয় সাকিবদের টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্টের পদ।

শ্রীরামের অধীনে বিশ্বকাপে ১৫ বছর পর প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। এমনকি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচের ২টিতেই জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। অল্প সময়ে তরুণ দলের জন্য তিনি খুব ভালো করেছেন বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। শ্রীরাম নাকি সোজাসাপটা কথা বলেন। বিসিবি পরিচালকদেরও ছাড় দেন না তিনি। ভারতীয় এ কোচের নিয়োগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আর বিচ্ছিন্ন একটি ঘটনায় সুজনের সঙ্গে দূরত্ব তৈরি হয় শ্রীরামের।

একটি সূত্রে জানা গেছে, দলের তথ্য ফাঁস করার অভিযোগে সুজনকে চার্জ করেছিলেন শ্রীরাম। তার এ আচরণকে উদ্ধত মনে করা হচ্ছে। বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না প্রভাবশালী পরিচালকরা। এ কারণে বিশ্বকাপের শেষ পর্যায়ে এসেও শ্রীরামকে নিয়োগ নিয়ে আলোচনা এগোয়নি বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে শ্রীরামের চুক্তি নবায়নের বিষয়ে জানতে চাওয়া হলে সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি এড়িয়ে যান তিনি। তবে সুজনের সঙ্গে শ্রীরামের সম্পর্ক ভালো বলে জানান জালাল। তিনি বলেন, ‘তাদের মধ্যে কোনো ঝামেলা দেখিনি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন