হোম জাতীয় শ্রম মন্ত্রণালয়কে বিশ্বমান বজায় রেখে আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

শ্রম মন্ত্রণালয়কে বিশ্বমান বজায় রেখে আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

অনলাইন ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশের বিভিন্ন খাতে কর্মরত লাখ লাখ শ্রমিকের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের শ্রম আইন সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ইতিবাচক সব কিছু এবং কাজগুলো করতে হবে।

তিনি বলেন, আমরা এখানে কোনও অজুহাত দিতে আসিনি।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের শ্রম খাতের শ্রমিকদের জন্য বিমা কভারেজ এবং স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশ হিসেবে অনলাইনে বৈঠকে যোগ দেওয়া প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি বলেন, কিছু ইতিবাচক উন্নতি হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আমরা এখনও সেখানে পৌঁছাতে পারিনি।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলওর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টুমো পৌটিয়াইনেন উপস্থিত ছিলেন।

জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামও বৈঠকে যুক্ত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন