জাতীয় ডেস্ক :
‘মেগা প্রকল্প নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের উন্নয়ন করে কানাডার বেগম পাড়ায় অর্থকড়ি বাড়ালেও শ্রমিকদের ভাগ্যন্নোয়নে নেই কোনো ভাবনা।’ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর পাল্টা জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ক্ষমতায় থাকতে শ্রমিকদের গুলি করে হত্যা করেছিল বিএনপি সরকার।
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে জাতীয়তাবাদী শ্রমিক দল। উদ্বোধন করেন বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা।
র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব দাবি করেন, ক্ষমতাসীনদের উন্নয়ন হলেও বর্তমান সরকারের অধীনে শ্রমিকরা নিষ্পেষিত। বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি।
অন্যদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতারা। এসময় ওবায়দুল কাদের বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে, আওয়ামী লীগের কোনো প্রভু নেই।
এদিকে চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়েছে। তাদের গুলি করে হত্যা করেছিল চারদলীয় জোট সরকার।
অনুষ্ঠানে শ্রমিকদের জন্য বর্তমান সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তারা।