হোম জাতীয় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

জাতীয় ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে বসতঘর থেকে শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় আসামি দুলাভাই মুলহাস উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৬ নভেম্বর) সকালে নেত্রকোনার সীমান্ত দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর নোয়াগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুর্গাপুর থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার এম এ শোভন খান।

গ্রেপ্তারকৃত দুলাভাই মুলহাস উদ্দিনের বাড়ি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের মিনকিফান্দা গ্রামে। তিনি আব্দুল বারেকের ছেলে ও মামলার বাদীর খালাতো বোন জামাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত চার বছর আগে মা ও ছয় মাস আগে বাবার মৃত্যুর পর একমাত্র ভাইয়ের সাথেই উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিলো ওই কিশোরী। ভাই পেশায় অটোরিকশা চালক। রিকশা চালিয়ে বোনকে স্থানীয় একটি বিদ্যালয়ে পাড়ায়। বেশিরভাগ সময় বোন বাড়িতে একাই থাকে। এদিকে প্রায়ই কিশোরীদের বাড়িতে আসা-যাওয়া করতো খালাতো বোন জামাই মুলহাস উদ্দিন।

গত ১২ সেপ্টেম্বর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজায় কড়া নাড়েন তিনি। কিশোরী তার ভাই এসেছে ভেবে দরজা খুলে দেয়। দরজা খুলতেই মুখে কাপড় বেঁধে কিছুটা দূরে পাহাড়ি ঝরনার পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে মুলহাস। পরে ওই কিশোরীর চিৎকার শুনে কয়েকজন মানুষ ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুলাভাই। সেখান থেকে ওই কিশোরীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়। পরে ১৩ সেপ্টেম্বর সকালে পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে দুর্গাপুর থানার পুলিশ। এদিকে ওই কিশোরী বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর দুলাভাই মুলহাসকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করে।

স্থানীয়রা জানান, বাপ মা হারা এতিম দুই ভাইবোন অনেক কষ্ট করে কোনো রকম খেয়ে না খেয়ে বেঁচে আছে। একমাত্র অটো রিকশা চালক ভাইয়ের আয়ে তাদের সংসার চলে। ভাইটি পড়াশোনা করতে না পরায় বোনকে পড়াচ্ছে। এরপরেও স্থানীয় কিছু ব্যক্তির সব সময় কুনজর পরিবারটির দিকে।

ভুক্তভোগী কিশোরী জানায়, রাতে দরজায় নক দিলে আমি ভাই আসছে ভেবে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিই। অন্ধকারের মধ্যে একটা কাপড় দিয়ে আমার মুখ বেঁধে জঙ্গলে নিয়ে যায় দুলাভাই।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ধর্ষণ মামলার একমাত্র আসামি মুলহাসকে আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন