বেনাপোল প্রতিনিধি :
শ্যামলী পরিবহন সম্পূর্ন নতুন রুপে বেনাপোল টু সিলেট চালু করা হয়েছে।মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট কাউন্টার থেকে উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বেনাপোল কাউন্টারের ম্যানেজার গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন,বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন,আওয়ামীলীগ নেতা কামাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন, গ্রীনলাইন পরিবহনের ম্যানেজার রবিন কুমার,নুপুর পরিবহনের ম্যানেজার ইয়াকুব আলী,গোল্ডেন পরিবহনের ম্যানেজার জামাল হোসেন, আশিক সাগর পরিবহনের ম্যানেজার মিলন হোসেন,জিএম পরিবহনের ম্যানেজার জুয়েল আহমেদ সহ বাজারের ব্যবসায়ী ও পরিবহন ষ্টাফরা।
বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন বলেন, শ্যামলী পরিবহন একটি বড় কোম্পানি বেনাপোল থেকে সিলেট চালু হওয়ায় যাত্রীদের জন্য একটি সুখবর আমি শ্যামলী পরিবহন কোম্পানির মালিক ও সকল ষ্টাফদের মঙ্গল কামনা করি।
গাড়িটি প্রতিদিন বিকাল ৪ টার সময় বেনাপোল চেকপোস্ট কাউন্টার থেকে ছেড়ে যাবে।বেনাপোল কাউন্টারের নাম্বার ০১৭১১২৬৫২৭৫।
s