হোম অন্যান্যসারাদেশ শ্যামনগর ১০নং আটূলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী বেড়িবাঁধে হটাৎ ভাঙ্গন

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী গ্রামের খোলপেটুয়া নদীর ডান তীর বিড়ালক্ষী কুনের মাথা সংলগ্ন পাউবো বেড়িবাঁধ হঠাৎ ভাঙ্গন সৃষ্টি হওয়ায় এলাকাবাসী আশঙ্কায় দিন পার করছে।

স্থানীয়রা জানান, হঠাৎ ভাঙ্গন লেগে ওয়াপদা রাস্তাটিতে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। হটাৎ বেড়িবাঁধে ভাঙ্গন লাগায় এই এলাকার জন্য ভয়াবহ অবস্থা বিরাজ করেছে। এলাকা বাসি সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বিশেষ দাবী জানান , তাড়াতাড়ি রাস্তা মেরামতের কাজ করার জন্য।

এ বিষয়ে পাউবো কর্মকর্তা সাজ্জাদুল হকের নিকট জানতে চাইলে প্রতিবেদকে বলেন, আমরা সংবাদ পেয়েছি, ঐ স্থানে দ্রুত কাজ শুরু করেছি, সেখানে আমাদের কার্যক্রম চলমান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন