হোম খুলনাসাতক্ষীরা শ্যামনগর থেকে তিন কেজি হরিণের মাংস জব্দ

শ্যামনগর থেকে তিন কেজি হরিণের মাংস জব্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে তিন কেজি হরিণের মাংস জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে গাবুরা ইউনিয়নের চকবারা গ্রাম থেকে উক্ত হরিণের মাংস গুলো জব্দ করা হয়। তবে, এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা।

বনবিভাগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে কয়েকজন চোরাশিকারী সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস বিক্রির জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী বনবিভাগের স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বনবভিাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় চকবারা গ্রামে ছবেদ গাজীর ছেলে ইয়াছিন গাজীর বাড়িতে হানা দিয়ে তিন কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে, এসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে ওই শিকারী পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে সক্ষম হননি তারা। জব্দকৃত মাংস গুলো পরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় বন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন