হোম অন্যান্যসারাদেশ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার শ্যামনগর উপজেলা পরিষদ নতুন ভবন চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি মহোদয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, বুড়িগোয়ালিনী ইউপি সাবেক চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুশান্ত বিশ্বাস বাবুলাল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষকমন্ডলী সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পাঠ করা হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন