হোম ফিচার শ্যামনগর উপজেলার তিন ইউনিয়নে নির্বাচিত হলেন যারা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সাতক্ষীরা জেলার শ‌্যামনগর উপজেলার তিনটি ইউনিয়নে আজ ভোট অনুষ্ঠিত হয়েছে। সদ‌্য প্রাপ্ত তথ‌্য অনুযায়ী বেসরকারী ভাবে ওই তিনটি ইউনিয়নে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ঈশ্বরীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট জিএম শোকর আলী, ভুরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ জাফর আলম বাবু ও শ‌্যামনগর সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. জহুরুল হায়দার বাবু (আ’লীগ)।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট জিএম শোকর আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তিনি নৌকা প্রতীক নিয়ে ১০৫৩৫ ভোট পেয়েছেন । তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জিএম সাদেকুর রহমান আনারস প্রতীক নিয়ে ১০২৪৬ ভোট পেয়েছেন ও আবু বকর সিদ্দিক হাতপাখা প্রতীক নিয়ে ৯৩১ ভোট পেয়েছেন।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‌ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ জাফর আলম বাবু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৫৫৩ , তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জিএম লিয়াকাত আলী আনারস প্রতীক নিয়ে ২২৮৬ ভোট পেয়েছেন । আজিজুল হক ঘোড়া প্রতীক নিয়ে ৭৯৪ ভোট পেয়েছেন । জয়নুল আবেদিন হাতপাখা প্রতীক নিয়ে ১০৩ ভোট পেয়েছেন ফারুক হোসেন চশমা প্রতীক নিয়ে ২৩৪৩ ভোট পেয়েছেন ও মোখলেছুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৩৭২ ভোট পেয়েছেন।

সাতক্ষীরা শ্যামনগর সদর ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট এস এম জগলুল হায়দার বাবু বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তিনি নৌকা প্রতীক নিয়ে ৮৪২২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী অমেলা রানি জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে ১৭৯০ ভোট পেয়েছেন, শেখ লিয়াকাত আলী আনারস প্রতীক নিয়ে ৭৮৬৩ ভোট পেয়েছেন ও স ম আব্দুস সাত্তার ঘোড়া প্রতীক নিয়ে ১৯ ভোট পেয়েছেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন