হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে ৪০ বোতল ফেন্সিডিল সহ ৬ জনকে আটক করলো সাতক্ষীরা ডিবি পুলিশ

শ্যামনগরে ৪০ বোতল ফেন্সিডিল সহ ৬ জনকে আটক করলো সাতক্ষীরা ডিবি পুলিশ

কর্তৃক
০ মন্তব্য 98 ভিউজ

শ্যামনগর প্রতিনিধি:

করোনা পরিস্থিতির মধ্যে আবারো ৪০ বোতল ফেন্সিডিল সহ ৬ জন কে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের রেজাউল ইসলাম(২৫) ,ইবরাহিম খলিল (২০) ,মারুফ হোসেন /সাগর(১৯) আবু সাঈদ গাজী(২০) সজিব হোসেন (১৯) শান্তনু মন্ডল (২১) সাতক্ষীরা জেলা পুলিশের সুত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলামের তত্বাবধানে ডিবির সাব- ইন্সপেক্টর মোঃ ফরিদ হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ মুনিরুল ইসলাম, এএসআই রফিকুল ইসলাম, এএসআই জসিম উদ্দিন, কনস্টেবল তোফায়েল আহমেদ, কং/ সিরাজুল ইসলাম, কং/ নজরুল ইসলাম, কং/ মামুন মিয়া ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রবিবার দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা ধীন পরানপুর গ্রামস্থ জনৈক আব্দুর রহমান এর মুদি দোকানের সামনে হইতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ আসামিদের আটক করতে সক্ষম হন। আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জানান, করোনা পরিস্থিতি ঠেকাত যখন সাতক্ষীরা জেলা পুলিশ জনসেবা করতে ব্যস্ত তখন একটি মাদক সিন্ডিকেট মাদক পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে শ্যামনগর পরান পুর এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিল সহ ৬ যুবক কে আটক করে হয়েছে। তিনি আরো জানান এ বিষয় ডিবি পুলিশ বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে। যাহার মামলা নং ৩৯ ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন