হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে সুশীলনের উদ্যোগে ভোগ্যপণ্য বিতরণ

শ্যামনগরে সুশীলনের উদ্যোগে ভোগ্যপণ্য বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 96 ভিউজ

শ্যামনগর প্রতিনিধি:

শ্যামনগরে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আওতায় ইউএনডিপি ও ইউনাইটেড গ্রুপের অর্থায়নে সুশীলন সংস্থার বাস্তবায়নে কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্থদের ভোগ্যপণ্য সহায়তা-২০২০ প্রদান করা হয়েছে।শুক্রবার (১৫মে) ভোগ্যপণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস, এম, জগলুল হায়দার।

বিভিন্ন ইউনিয়ন পরিষদে পৃথক ভাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন, এ্যাডঃ জহুরুল হায়দার বাবু(পিপি),শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল, সুশীলন উপ-পরিচালক মোস্তফা আকতারুজ্জামান (পল্টু),ইউপি চেয়ারম্যান জি, এম, শোকর আলি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, ইউপি চেয়ারম্যান ফারুক হোসাইন, ও স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার শেখ ফিরোজ উদ্দীন প্রমূখ।

১২টি ইউনিয়নের ৪৩২টি পরিবারের মধ্যে ‘স্বপ্ন’প্রকল্প নারী কর্মীদের মধ্যে ভোগ্যপণ্য সহায়তা সামগ্রী স্ব স্ব ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব বৃন্দ উপস্থিত থেকে বিতরণ করেন। চাল ১২ কেজি, আটা ৬ কেজি, আলু ২ কেজি, মসুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, চিড়া ১ কেজি, সয়াবিন তেল ১লিটার সহ ২৬ কেজি খাদ্য সামগ্রী, করোনা ভাইরাস থেকে প্রতিরোধ মূলক লিফলেট ও ২টি সাবান প্রদান করা হয়।

উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের মাধ্যমে সুশীলন সংস্থার মাঠ পর্যায়ে সার্বিক তত্তবধানে ভোগ্যপণ্য সহায়তা প্রদান করা অব্যহত রয়েছে। অতিথিবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তৃতায় ‘স্বপ্ন’ প্রকল্প জাতীয় প্রকল্প ব্যবস্থাপক কাজল চ্যাটার্জীর অবদান কৃতজ্ঞতার সাথে স্বীকার কওে এর পরিধি বাড়ানোর আহবান জানান।‘স্বপ্ন’প্রকল্প নারী কর্মীরা এ ক্লান্তিকালে এ ধরণের সাহায্য পাওয়ায় কর্তৃপক্ষকে আন্তরিক ধণ্যবাদ জানান।

শ্যামনগর উপজেলা ও পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলায় ‘করোনা ভাইরাস’ ইস্যুতে ক্ষতিগ্রস্ত ৮৭০টি পরিবার হতদরিদ্র ,দুঃস্থ ও অসহায় নারী প্রধানদের ভোগ্যপণ্য সহায়তা প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন