হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে সামাজিক দুরত্ব বজায় রেখে লিডার্সের খাদ্য সহায়তা প্রদান

শ্যামনগরে সামাজিক দুরত্ব বজায় রেখে লিডার্সের খাদ্য সহায়তা প্রদান

কর্তৃক
০ মন্তব্য 96 ভিউজ

বৃহষ্পতিবার সামাজিক দুরত্ব বজায় রেখে লির্ডাসের পক্ষ থেকে ২৬৭ পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল বাঘবিধবা, স্বামী পরিত্যাক্তা, হিজরা, ভ্যানচালক, দীনমজুর, মুচি, কাঁহার, জেলে ও মুন্ডাদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরন হয়েছে। মুন্সিগঞ্জের গ্যারেজ বাজারে খাদ্য সামগ্রী বিতরন সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব এস,এম আতাউল হক দোলন এবং কলবাড়ী বাজারে বিতরন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য জনাব ডালিম কুমার ঘরামী, বিশেষ আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ আব্দুর রউফ, খুলনা বেতার শিল্পী জনাব সুকুমার জোয়ারদার। বিতরন কালে জনাব আতাউল হক দোলন দেশের এই দুঃসময়ে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী সহযোগিতা প্রদানের প্রসংশা করেন। জনাব ডালিম কুমার ঘরামী সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ও ব্যক্তিগত নিরাপত্তার মাধ্যমে করোনা সংক্রমন প্রতিহত করার জন্য আহ্বান জানান। এছাড়া লিডার্স ফুলতলা, মথুরাপুর, হরিনগর, ভামিয়া গ্রামে গাড়ীতে করে খাদ্যসামগ্রী নিয়ে তালিকাভূক্ত প্রতিটি বাড়ীতে বিতরন নিশ্চিত করেন। গাবুরা ইউনিয়নে চকবারা ও চাঁদনীমূখা গ্রামের ৩৮ টি বাঘবিধবা পরিবারে এই সহায়তা প্রদান করা হয়েছে।
প্রেস রিলিস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন