শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। ৮৩ নাম্বার পশ্চিম পাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল দশটায় ও জাতীয় পতাকা উত্তোলন করে নি।
প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতাকালিন প্রধান শিক্ষক বলেন, করোনার পর থেকে প্রথমে একটু চাঙ্গা করে নিতে হবে, আপনারা একটু ঘুরে ফিরে দেখে শুনে একটু চাঙ্গা করে নেন, সুবিধা-অসুবিধা তো মানুষের জীবনে হবেই, তারপরও সময়মতো এগুলো খেয়াল করে চালাতে হবে। অবশ্যই অনিয়মের শামিল হয়েছে।
২২ শে মার্চ সকাল দশটায় সরেজমিনে স্কুল প্রাঙ্গনে যেয়ে দেখা যায় নোংরা পরিবেশ বাচ্চাদের অ্যাসেম্বলি ছাড়াই ক্লাসে বসিয়ে রেখে ফ্যান লাগানোর কাজ করছিলেন দুই শিক্ষক। প্রধান শিক্ষক এস এম রুহুল কুদ্দুস এবং সঞ্জয় কুমার মন্ডল স্কুলের বারান্দাতে সিলিং ফ্যান রেডি করছে টানানোর জন্য। প্রধান শিক্ষকের কাছে জাতীয় পতাকা উঠানো হয় নি কেন জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে তাড়াহুড়ো করে অফিস কক্ষ থেকে জাতীয় পতাকা এনে টানাতে শুরু করে।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক দুজন এলাকাবাসী বলেন, প্রধান শিক্ষক ইচ্ছা মতন শিক্ষা প্রতিষ্ঠান চালান। কোন সময় পতাকা উঠে কোন সময় উঠে না, মাঠের দিকে দেখেন বিভিন্ন রকম সরঞ্জাম ফেলে রেখে বাচ্চাদের খেলাধুলার পরিবেশ নষ্ট করে রেখেছে।
পতাকা উঠানো হয় নি কেন প্রধান শিক্ষকের কাছে আবারও জানতে চাইলে তিনি তখন বলেন, জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্বে ছিলেন সমরেশ কুমার মৃধা, তিনি ট্রেনিংয়ে থাকায় সম্ভব হয়নি। এসময় প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস ভিডিও না করার জন্য ক্যামেরাম্যানকে নিষেধ করেন।
মাঠে নোংরা পরিবেশের ব্যাপারে বলেন গত কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানের কারণে নাড়াকুটা পড়ে আছে এখনো পরিষ্কার করে উঠা হয় নি এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা মুঠোফোনে কথা হলে তিনি বলেন ঘটনা যদি সত্য হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।