নিজস্ব প্রতিনিধি:
“সকল নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্য” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ ২৫ নভেম্বর সকালে শ্যামনগরের গাবুরার খোলপেটুয়া ও বিকালে বুড়িগোয়ালিনীর কালিবাড়ি মাঠ প্রাঙ্গনে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে রেলি, মানববন্ধন, আলোচনা সভা ও সন্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে নারী দল, পুরুষ দল, ইয়ুথ দল, কিশোর–কিশোরী দল, ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপ, ইউনিয়ন পরিষদের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী দলের সদস্যদের মধ্য থেকে সফল নেতৃত্ব প্রদানকারী, সফল উদ্যোক্তা এবং নারী নির্যাতন প্রতিরোধকারী কাজে বিশেষ অবদান রাখায় ৬ জন নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রত অধিকারী, ফিল্ড ফেসিলিটেটর কে এম আকতার হোসেন ও সাজেদা খাতুন। অনুষ্ঠানদ্বয় পরিচালনা করেন প্রজেক্ট অফিসার অফিসার সুলতা সাহা।
