এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
শ্যামনগর যাতায়াতের পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।কাশিমাড়ি ইউনিয়ানের গোদাড়া গ্রামের আব্দুল জলিল ও আবুল খায়ের বাদী হয়ে। শ্যামনগর থানায় একই গ্রামের সোহরাব বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, দীর্ঘ দিন ধরে কাশিমাড়ী মৌজার ১২২৮ খতিয়ানের ৪২৮৫,৪২৮৭ দাগ নং জমি দিয়ে যাতায়াত করে থাকত সাধারণ মানুষ।এই পথ দিয়ে মৎস্য ঘেরে চাষি জমিতে যাওয়ার এক মাত্র পথ ছিল। কিন্তু হঠাৎ করে সোয়ারব বিশ্বাস জোরপূর্বক পথটি দখল করে ঘর নির্মাণ করেছে। ঘর নির্মাণ যদি বন্ধ না হয় তাহলে জন সাধারনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাবে।
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের বিষয় জানতে চাইলে সোহরাব বিশ্বাস বলেন, আমার কেনা জায়গায় আমি ঘর নির্মাণ করছি।অভিযোগ তদন্তকারি শ্যামনগর থানার এএস আই সুব্রত জানান, ঘটনা স্থলে যেয়ে কাজ বন্ধ করে দিয়েছি তদন্ত অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।