শ্যামনগর প্রতিনিধি :
১২ মে ২০২০ সকাল ১০টায় লিডার্স পরিচালিত “ওয়েভিং লাইভ্স” প্রকল্পের আওতায় “খ্রিষ্টান এইড” এর আর্থিক সহায়তায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে দুইটি ভ্রাম্যমান সবজি বাজার আরম্ভ হয়েছে। ভ্রাম্যমান সবজি বাজার উদ্যোক্তাগণ হলেন আবাদচন্ডীপুর গ্রামের বাঘবিধবা সীতা মন্ডল ও হরিনগর গ্রামের বাঘবিধবা সবিতা মন্ডল। তারা ভ্যানে করে বিক্রয়ের উদ্দেশ্যে সবজী নিয়ে যাবেন প্রত্যন্ত এলাকায় গ্রাম থেকে গ্রামে। এই উদ্ভাবনীমূলক ভ্রাম্যমান সবজি বাজার উদ্যোগে লিডার্স প্রতি জন সদস্যকে ১০,০০০টাকা আর্থিক সহযোগিতা করেছে। আর এই অর্থ বিনিয়োগের মাধ্যমেই তারা ভ্যান, সবজী ক্রয় করে এই লকডাউন পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা করে নিজেরা অর্থ উপার্জন করবেন, পাশাপাশি ঘরে বন্দি মানুষের বাড়িতে পৌঁছে দিবেন খাদ্য সামগ্রী।
ভ্রাম্যমান সবজি বাজার উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার সুলতানুজ্জামান, বুড়িগোয়ালিনী ইউপি সদস্য কৃষ্ণপদ মন্ডল ও মলিনা রানী রপ্তান।