শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগরে ১৬৮ নং পশ্চিম ভৈরবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০ টায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীর সহযোগীতায় ‘করোনা ভাইরাস ও ঘুর্ণিঝড় আম্ফান’ ইস্যুতে ১৬৮ নং পশ্চিম ভৈরবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন-রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মাজেদ, আব্দুল গফুর, ম্যানেজিং কমিটির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, অভিভাবক সভাপতি আব্দুল কাদের, বিদ্যোৎসাহী সদস্য হাফিজুর রহমান ও প্রধান শিক্ষক আলহাজ্ব মহসীন আলী প্রমুখ। প্রত্যেক ছাত্র/ছাত্রীকে সেমাই, চিনি, চিড়া, মুড়ি, কলা, ক্ষেরাই, লবণ ও সাবান প্যাকেজ আকারে বিতরণ করা হয়।