হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে ভিটা বাড়ি বিরোধে ১ জন খুন

শ্যামনগরে ভিটা বাড়ি বিরোধে ১ জন খুন

কর্তৃক
০ মন্তব্য 114 ভিউজ

শ্যামনগর প্রতিনিধি:

শ্যামনগরের বংশীপুরে ভিটা বাড়ি বিরোধে ১ জন খুন হয়েছে।ভাগিনা ইসলাম গাজীর ভিটা বাড়ি রক্ষা করতে খুন হলেন মামা।গত ২৯ এপ্রিল বংশীপুর গ্রামের মৃতঃ আয়জুদ্দীন গাজীর পুত্র আব্দুল গাজী(৭০) মারপিটে আহত হলে খুলনা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হন।এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা করেন তার স্ত্রী ফরিদা।মামলা নং ৪।খুলনা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি ৫মে ভোর ৬টার দিকে মৃত্যু বরণ করেন।রাত্র সাড়ে ৯টার দিকে বংশীপুরে তাকে ময়নাদন্ত শেষে দাফন করা হয়।মামলায় একই গ্রামের আলামিন, হাফিজুর, বিল্লাল গাজী,আলাউদ্দীন, সুমন গাজী, মকবুল গাজী প্রমূখ কে আসামী করা হয়। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন