হোম খুলনাসাতক্ষীরা শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষ সংবেদনশীল কর্মশালা

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষ সংবেদনশীল কর্মশালা

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

পরিতোষ কুমার বৈদ্য:

সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় ২১ ও ২২ অক্টোবর ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী পুরুয় সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়। ২২ অক্টোবর বিকাল ৪:০০ টায় উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবির হিসাববিভাগের প্রধান পরেশ কুমার রাহা। সিসিডিবির শ্যামনগর উপজেলায় কর্মরত অন্যান্য ছয়টি প্রকল্পের প্রধানগণ। আরও উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের নারী সদস্যেদের ৩০ জন স্বামী ও ১০ জন নারী দলের দলের সভাপতি ও সম্পাদক।

প্রধান অতিথি বলেন, এনগেজ প্রকল্প অনেক ভালো কাজ করছে। প্রকল্পের সহযোগিতায় নারীরা অনেক স্বাবলম্বী হয়েছে। নারী দলের সভাপতিরা আজ নেতৃত্ব দিচ্ছে।

মোঃ ইয়াকুব আলী বলেন, এমন একটি কর্মশালা আয়োজন করার জন্য সিসিডিবি কে অনেক ধন্যবাদ। এটি একটি সময়োপযোগী কর্মশালা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন