হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে গ্রেফতারকালে পুলিশের উপর হামলা হলেও, হুমায়ুনকে গ্রেফতার করতে সক্ষম পুলিশ; কে এই রীট হুমায়ুন?

শ্যামনগরে গ্রেফতারকালে পুলিশের উপর হামলা হলেও, হুমায়ুনকে গ্রেফতার করতে সক্ষম পুলিশ; কে এই রীট হুমায়ুন?

কর্তৃক
০ মন্তব্য 103 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার রমজানগর ইউনিয়নের যুদ্ধবিরোধী রোকন আবুল হোসেনের পুত্র শিবির ক্যাডার, নাশকতা সৃষ্টিকারী রীট হুমায়ুন। সাতক্ষীরা আগরদাঁড়ি মাদ্রাসা ছাত্র হিসাবে লেখাপড়া কালীন সময়ে ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। বর্তমান সে দলীয় প্রভাবের ফলে সাংবাদিক পরিচয় দিয়ে নিজেকে রক্ষা করে আসছে। এলাকার একজন চিহ্নিত মামলাবাজ, ভূমি দস্যু, নাশকতা মামলা সহ ডজন মামলার আসামী রিট হুমায়ুন কথায় কথায় মামলা করে। প্রশাসন কথা না শুনলে তার নামে হাইকোর্টে রিট করে। পরে মীমাংসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। রিট হুমায়ুন আগরদাঁড়ি মাদ্রাসায় ছাত্র শিবিরের দেশদ্রোহী মিটিং করায় একটি মামলা হয় যার ৩৪ নং আসামী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, সংখ্যালঘুদের জমি দখল, বনবিভাগের গাছ কর্তন, খাদ্য গুদামের দারোয়ানের উপর হামলা, খাদ্য গুদামের জায়গা দখল, ৬নং রমজাননগর ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আলমগীর হায়দারের বিরুদ্ধে মিথ্যা মামলা করায়, তৎকালীন চেয়ারম্যান আলমগীর হায়দার স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা সহ নানাবিধ অভিযোগ রয়েছে।

মামলার বিবরণ সমূহ, মামলার কারন :-চাঁদাবাজি ও চুরি, মামলা নং-জিআরপি-১৮৯/০৫, তারিখ-১৩/০২/২০০০ ইং, বাদী-মো: আবুল কালাম মঞ্জু, পিং-মৃত আবুল কাশেম, সাং-মানিকখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :-মারপিট ও চুরি, মামলা নং-জিআর-৯৫/০৬, তারিখ-১৩/০৫/২০০৬ ইং, বাদী-আবুল কালাম সামছুদ্দীন, পিং-মৃত আবুল কাশেম গাজী, সাং-মানিকখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :-চাঁদাবাজি, মামলা নং-২৬/২৬৯, তারিখ-৩১/০৮/২০০৭ ইং, বাদী-মো: আব্দুস সামাদ মোল্ল্যা, পিং-নাসির উদ্দীন, সাং-সোরা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :-সংখ্যালঘুদের জমি দখল ও উচ্ছেদ, মামলা নং-২৩/২৮৬, তারিখ-১৩/০৫/২০০৮ ইং, বাদী-অমল কৃẲ মন্ডল, পিং-নগেন্দ্রনাথ মণ্ডল, সাং-মানিকখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :- সংখ্যালঘু নির্যাতন, মামলা নং-২৫/১৬২, তারিখ-২৮/০৬/২০০৮ ইং, বাদী-তুলশী দাস কর্মকার(সাংবাদিক, দৈনিক কাফেলা ও অনির্বান) পত্রিকার, পিং-মৃত কার্তিক চন্দ্র কর্মকার, সাং-বাদঘাটা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :- বসত ভিটা এবং জমি দখল, মামলা নং-০৫/৯২, তারিখ-০৩/০৬/২০০৯ ইং, বাদী-মজিবর রহমান, পিং-মৃত নুহেল উদ্দীন গাজী, সাং-মানিকখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :- বন বিভাগের সরকারী গাছ কর্তন, মামলা নং-১৫/১২৫, তারিখ-১৯/০৫/২০০৯ ইং, বাদী-গোলাম মোস্তফা, পিং-হাজী ময়নুদ্দীন আহম্মেদ, সাং-সোরা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :- চাঁদাবাজি ও ভূমিদখল, মামলা নং-৩০/৩৮৬, তারিখ-৩০/১২/২০০৯ ইং, বাদী-মো: ফজলুল হক, পিং-আলহাজ¦ মো: আরশাদ আলী গাজী, সাং-পলাশপোল, থানা+জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :- ধর্ষণ, মামলা নং-০৩/৬৭, তারিখ-০৪/০৩/২০১০ ইং, বাদী-মোছা: শাবানা খাতুন, পিং-মো: আব্দুল মজিদ, সাং-টেংরাখালী, থানা শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :-ইসলামী ছাত্র শিবিরের সরকার বিরোধী গোপন বৈঠক, মামলা নং-৩৫/১০৯, তারিখ-১৫/০২/২০১০ ইং, বাদী-এস.আই. আসাদুল ইসলাম, পিং-মৃত কার্তিক চন্দ্র কর্মকার, সাতক্ষীরা-থানা, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :-নাশকতা, মামলা নং-০৩/১২৭, তারিখ-০১/০৩/২০১৩ ইং, বাদী-মো: হাবিবুর রজমান ওরফে ছোট খোকন, পিং-মৃত নাসের সরদার, পূর্বপাড়া সিটি কলেজের পাশের থানা ও জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :-সরকারী খাদ্য গুদামের জমি দখল করতে কর্মরত দারোয়ানদের মারধর, মামলা নং-জিআর-৩৬৭, তারিখ-১৯/১১/২০১৪ ইং, বাদী-খাদ্য বিভাগ, শ্যামনগর, সাতক্ষীরা। মামলার কারণ :-ভেটখালী সরকারী খাদ্য গুদামের জমিতে জোর পূর্বক, পাঁকা দোকান ঘর নির্মাণের চেষ্টা, মামলা নং-পি-৮৮০/১৯, তারিখ-১১/০৭/২০১৯ ইং, বাদী-খাদ্য বিভাগের পক্ষে, এস.এম. আমিনুর রহমান বুলবুল,ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভেটখালী খাদ্য গুদাম, শ্যামনগর, সাতক্ষীরা। মামলার কারণ :-সাইবার অপরাধ, পিটিশন মামলা নং-৪৫৭/২০১৯, তারিখ-২৮/১১/২০১৯ ইং, বাদী- এস.এম. আমিনুর রহমান বুলবুল, ভারপ্রাপ্ত কর্মকর্তা, নকিপুর খাদ্য গুদাম, শ্যামনগর, সাতক্ষীরা। মামলার কারণ :-ঘের দখল এবং খুন করার চেষ্টা, মামলা নং-১৮/৪৫, তারিখ-১৩/০২/২০১৯ ইং, বাদী-জিএম, নূরুল ইসলাম, পিং-মৃত মাছিম গাজী, সাং-সোরা, পো:-ভেটখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ :-দোকান লুট ও খুন করার চেষ্টা, মামলা নং-০৫/২০২০, তারিখ-০৫/০৫/২০২০ ইং, বাদী-জি.এম. আল-মামুন, পিং-মৃত জিএম আবুল কাশেম, সাং-ভেটখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ : বেআইনি ভাবে বাড়ীতে প্রবেশ করে মারপিট, চুরি, ছিনতাই, মামলা নং-২২/২০২০, তারিখ-০৮/০৪/২০২০ ইং, বাদী-হালিমা বেগম, জং-আনছার আলী, সাং-সোরা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। মামলার কারণ : সাইবার অপরাধ, মামলা নং-৩২/২০২০, তারিখ-০৫/০৫/২০২০ ইং, বাদী-এসআই আ: রাজ্জাক, শ্যামনগর থানা, সাতক্ষীরা।

গত ২ই জুন ২০২০ তারিখে শ্যামনগরের ডজন-ডজন মামলার আসামী হুমায়ুন কবীর পুলিশের হাতে আটক হয়। আসামী গ্রেফতারকালে হুমায়ুনের ভাইয়ের নেতৃত্বে পুলিশের উপর হামলা করা হলে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। তার নামে চলমান ৫টা মামলার মধ্যে ৩টি মামলা পেন্ডিং এবং ২টি মামলা আসামী হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের এসআই আনুউদ্দীন, এসআই আব্দুর রাজ্জাক, এসআই নূর কামাল, এএসআই বিল্লাল হোসেন ও একজন কনেষ্টেবল হুমায়ুনের বাড়ীতে পৌছালে, পুলিশের অবস্থান টের পেয়ে হুমায়ুন তার বাড়ীর ছাদ থেকে লাফ দিয়ে পালানোর সময়ে পায়ে হালকা জখম হয়। ঐ সময়ে পুলিশ হুমায়ুনকে গ্রেফতার করে। ৬জন পুলিশ সদস্য হুমায়ুনের বাড়ীতে গিয়ে গ্রেফতারকালে হুমায়ুনের ছোট ভাই হায়দার এর নেতৃত্বে তার পিতা, মাতা, স্ত্রী সহ তার নিকটাত্মীয় ও প্রতিবেশীরা পুলিশের উপর হামলা করে। হামলায় ৫ পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য সাময়িক চিকিৎসা নিয়েছে এবং এসআই আ: রা

সম্পর্কিত পোস্ট

মতামত দিন