হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে কার্ড বিতরণে জনগনের প্রশংসায় ভাসছে মুন্সীগঞ্জ ইউপি সদস্য আ: জলিল

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

জনগনের সরকারি সুবিধা সাধারন জনগনের কাছে পৌঁছে দিতে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মুন্সীগঞ্জ ইউপি সদস্য আ: জলিল। ইতি মধ্যে জনগনের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।

৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে জেলেদের কার্ড ও রেশন কার্ড সহ অন্যান্য কার্ড বিতরণে ও এলাকার মানুষের বিরোধ শান্তিপূর্ণ নিষ্পত্তিতে ৮নং ওয়াডের মেম্বর মোঃ আঃ জলিল দ্বিতীয় আলম শেখ চেয়ারম্যান নামে সু-খ্যাতি অর্জন করেছেন। বিত্তশালীদের নামের কাড কর্তন করে গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে। প্রকৃত জেলেদের মাঝে কাড বিতরণ করেছেন।

স্থানীয় জয়দেব, বিশ্বজিত বলেন, আমাদের মেন্বর গরীবের জন্যে কাজ করে যারা কার্ড পাওয়ার যোগ্য তাদের কার্ড দেয়।যারা কার্ড পাওয়ার যোগ্য নয় তাদের কার্ড দেয় না।এর আগে আমাদের ওয়ার্ডে এরকম ভালো মেম্বর হয়নি তার বিরুদ্ধে কোন হয়রানির অভিযোগ নেই। মেম্বর মোঃ আঃ জলিলের প্রতি সন্তোষ প্রকাশ করে আগামী পথ চলার আহবান করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন