হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে আবাদ চন্ডিপুর অবৈধ বালি উত্তোলনের পাইপ ভাঙ্গচুর ও মেশিন জব্দ।

শ্যামনগরে আবাদ চন্ডিপুর অবৈধ বালি উত্তোলনের পাইপ ভাঙ্গচুর ও মেশিন জব্দ।

কর্তৃক
০ মন্তব্য 88 ভিউজ

 উপকুলীয় প্রতিনিধি:

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাতক্ষীরার নির্দেশে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি কর্মকর্তা গতকাল দুপুরে আবাদ চন্ডিপুরে অবৈধভাবে বালি উত্তোলনের পাইপ ভাঙ্গচুর ও মেশিন জব্দ করেন। এ ঘটনায় শ্যামনগরের সুধী মহল জেলা প্রশাসক (রাজস্ব) কে ধন্যবাদ জানান। এলাকাসূত্রে জানা গেছে, দীপক মিস্ত্রী স্থানীয় চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের কর্তাদের সাথে গোপন চুক্তিতে আবাদ চন্ডিপুর আলীম মাদ্রাসার মাঠে, খোসালখালী গ্রামের আবু জাফরের মেশিন দ্বারা অবৈধভাবে বালি উত্তোলন করছিল। ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা কামাল হোসেনের উপস্থিতিতে তারই নির্দেশে অফিস সহায়ক আরিফ বিল্লাহ বালি উত্তোলনের পাইপ ভাঙ্গচুরের সময় দীপক মিস্ত্রী দ্রæত মটর সাইকেলে ঘটনাস্থলে এসে পাইপ ভাঙ্গচুর করতে নিষেধ করেন এবং বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, এসিল্যান্ড ও ইউএনও স্যারের নলেজে আছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন সহ অফিস সহায়ক আরিফ বিল্লাহ এ কথা স্বীকার করেছে। এলাকাসূত্রে আরও জানা গেছে, বালি উত্তোলনকারীরা দীপক মিস্ত্রীকে মোটা অংকের টাকা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে বহাল তবিয়তে অবৈধভাবে ভূমি থেকে বালি উত্তোলন করে যাচ্ছে। বিষয়টি জানার পর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী’কে মোবাইলে জানালে তিনি বলেন, জায়গাটি আমার মোবাইলে ম্যাসেজ করে পাঠান এবং আজকে যেতে পারবেন না বলেও জানান। এরপর বিষয়টি সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে জানালে তারই নির্দেশে অবৈধ বালি উত্তোলনকারীদের পাইপ ভাঙ্গচুর সহ মেশিন জব্দ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন