হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরের  শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে ক্লাশ না করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

শ্যামনগরের  শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে ক্লাশ না করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

কর্তৃক
০ মন্তব্য 122 ভিউজ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সারাদেশে ‘করোনা’ ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সাতক্ষীরার শ্যামনগরে গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী সহঃ মৌলভী শফিকুল ইসলামের বিরুদ্ধে ক্লাশ রুটিন অনুসারে ক্লাশ না করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নানাবিধ অভিযোগ এনে সুপারঃ গোলাম মোস্তফা স্বাক্ষরিত জি,এন,ডি,এম-০৭/২০ স্বারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। সুপারঃ স্বাক্ষরিত গত ২৬ এপ্রিল ২০২০ তারিখে ৩১০ নং রেজিঃ ডাকযোগে কারণ দর্শানোর নোটিশটি ৩ মে ইবতেদায়ী সহঃ মৌলভী শফিকুল ইসলাম পেয়ে হতাশা ব্যক্ত করেন। নোটিশে জানানো হয় ইবতেদায়ী সহঃ মৌলভী শফিকুল ইসলাম ক্লাশ রুটিন অনুসারে ক্লাশ না করা, প্রতিষ্ঠান প্রধান ও কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র বা আদেশের অবাধ্য হওয়া, প্রতিষ্ঠান প্রধানের সাথে চরম অবমাননা ও শিক্ষকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জবাব/ ব্যক্তিগত শুনানীর জন্য বলা হয়েছে। ইবতেদায়ী সহঃ মৌলভী শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের মহামারিতে সকল প্রতিষ্ঠান সরকার কর্তৃক বন্ধ ঘোষণা করা হলেও আনিত অভিযোগে সুনির্দিষ্ট তথ্যাবলী উল্লেখ না থাকায় তিনি নিজেকে নির্দোষ দাবী করেন। তিনি আরোও বলেন-শিক্ষা বিভাগের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তদন্ত কমিটি গঠন করে যথাযথ শুনাণী/তদন্তে আসল রহস্য বের হবে।একাধিক শিক্ষক ও কর্মচারীকে এধরণের শোকজ করা হয়েছে। সুপারঃ মাওলানা গোলাম মোস্তফা জানান, শুক্রবার ব্যতিত মাদ্রাসা সব সময় খোলা রয়েছে। মাদ্রাসার সভাপতি খাঁন আকবর হোসেন জানান, সুপারঃ কী কারণে কারণ দর্শানোর নোটিশ করেছেন, তা তার জানা নেই। শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তেজারত জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে এখন ক্লাশ বন্ধ, তথাপী শিক্ষককে অযথা হয়রাণী করার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী জানান, মাদ্রাসার সভাপতি ও সুপারঃ যৌথভাবে আর্থিক অনৈতিক সহ বিভিন্ন কার্যক্রমের সংবাদ ছড়িয়ে পড়লে, সে আক্রোশে শিক্ষক ও কর্মচারীদের কে নাজেহাল করতে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। মাদ্রাসা শিক্ষক সমিতি (জমিয়াতুল মোদার্রেছীন) সাতক্ষীরা জেলা ও শ্যামনগর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা ওজায়েরুল ইসলাম জানান, সরকারী নির্দেশনা না মেনে করোনা পরিস্থিতিতেও প্রতিষ্ঠান খোলা এবং এ মাদ্রাসার সভাপতি খাঁন আকবর হোসেন-সুপারঃ মাওলানা গোলাম মোস্তফার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের অন্ত নেই। পবিত্র রমজান মাসে এক দিকে করোনা ভাইরাস মহামারী অন্য দিকে শিক্ষকদের হয়রাণী এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন