এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
শ্যামনগরের ভাঙ্গন কবলিত ইউনিয়ন পদ্মপুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনকারিরা অবৈধ জেনেও বালু উত্তোলন করছে বলে জানা যায়। স্বার্থন্বেষী মহল সরকারি নিষেধ না মেনে অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকাশ্যে দিনের বেলায় ভাঙ্গন কবলিত ইউনিয়ন পদ্মপুকুরের বিভিন্ন এলাকায় কৃষি জমি ও মাছের ঘের থেকে বোরিং মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পাতাখালীর চন্ডিপুর গ্ৰামের ছাদ্দাম হোসেন। পাতাখালি শেখ পাড়া গ্রামের শওকাত হাজির, ছেলে মোঃ অলিউল্লাহ নামে এক ব্যক্তির মাঠ ভরাটের কাজে ২ টি বোরিং মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে ।
আর একটু এগুতেই দেখা যায় বাইন তলা গ্ৰামে বহিরাগত, মোঃ রহিম হোসেন ২ টি বোরিং মেশিন বসিয়ে রাস্তার পাশে মোঃ সাহেব আলী চৌকিদার, নামে এক ব্যক্তির পুরুর ভরাট করছে ,অবৈধভাবে বালু উত্তোলন করে ।
অবৈধভাবে লোকালয় থেকে বালু উত্তোলনের কারণে ব্যাপক ঝুঁকিতে সেখানকার পরিবেশ ।
এতে করে কৃষি জমি হারাতে বসেছে স্থানীয়রা। সরকারি রাস্তা, স্কুল-মাদ্রাসা, ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। খোঁজ-খবর নিয়ে আরও জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধি, ও প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি এ অপকর্মের জন্য নজরানা পেয়ে থাকেন। এদিকে পদ্মপুকুর একটি ভাঙ্গন কবলিত ইউনিয়ন। নদী ভাঙনের ভয়ে সব সময় মনে আতঙ্ক বিরাজ করে স্থানীয়দের ।
তারপরও প্রতিনিয়ত যেভাবে বোরিং করে বালু উত্তোলন শুরু হয়েছে তাতে করে ঝুঁকির মধ্যে ইউনিয়নটি। অবৈধভাবে বালু উত্তোলন করে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন । অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা না গেলে অচিরেই হারিয়ে যেতে পারে ভাঙ্গন কবলিত ইউনিয়ন পদ্মপুকুর।
এলাকাবাসী জানান, যেভাবে আমাদের এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু হয়েছে যদি দ্রুত বালু উত্তোলন বন্ধ না করা যায় তাহলে আমাদের ঘর বাড়ি ধ্বস নেমে বিলীন হয়ে যাবে।
বালু উত্তোলনের বিষয় জানতে চাইলে বালু উত্তোলনকারি মোঃ সাদ্দাম হোসেন উত্তোলনের বিষয়টা অবৈধ স্বীকার করে বলেন, ‘সবাইকে ম্যানেজ করে বালু উত্তোলন করি’।
তবে সাংবাদিকদের উপস্থিতি দেখে স্থানীয় একজন সচেতন নাগরিক জানান, বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনা যে ভাবে উপকূলীয় এলার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে।কিন্তু তার দলেরয়ি কতিপয় কিছু ব্যাক্তি এ ধরনের অপকর্ম করে তার সুনামের, জায়গায় দুর্নাম ছড়াচ্ছে । তাদের কে এই মুহূর্তে লাগাম টেনে না ধরলে আরো বেশি দুর্নাম করবে এমন টি জানিয়েছেন।
ভাঙ্গন কবলিত ইউনিয়ন পদ্মপুকুরে তাহলে কি বিলীন হয়ে যাবে এভাবেই সাধারণ মানুষের বসতভিটা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চায় এলাকার সাধারণ মানুষ। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বালু উত্তোলন বন্ধ করার জন্য জোর দাবি করেন এলাকাবাসী ।