হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরের গাবুরার হরিসখালী খেয়াঘাটে জনগনের রোষাণলে পড়েছে বনবিভাগের কর্মীরা

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

শ্যামনগরের গাবুরার হরিসখালী খেয়াঘাটে জনগনের রোষাণলে পড়েছে বনবিভাগের কর্মীরা। শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা সংগঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুড়িগোয়ালিনি ফরেষ্ট ষ্টেশনের কর্মকর্তা নুর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা হরিসখালী খেয়াঘাট এলাকা থেকে এক ভ্যান কাঁকড়া আটক করে।

এ ঘটনার পর স্থানীয় জনগন বনবিভাগের কর্মীদের কাছ থেকে উক্ত আটককৃত কাঁকড়া ছিনিয়ে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, সুন্দরবনে ঘন ঘন পাশ পারমিট বন্ধ হওয়ায় এলাকার জেলে বাওয়ালীরা নিদারুণ কষ্টের মধ্যে বসবাস করছে। এমন অবস্থায় গরীব জেলে বাওয়ালীরা লোকালয়ে কিছু করে খাওয়ার চেষ্টা করলেও তা বাধাগ্রস্ত করা হচ্ছে।

বিষয়টি সুন্দরবনের বুড়িগোয়ালীনি ষ্টেশন কর্মকর্তা নুর আলম বলেন, প্রায় ৬০০ কেজি কাঁকড়া সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণ করা হয়। এখবর পাওয়ার পর হরিসখালী খেয়াঘাট এলাকা থেকে উক্ত কাঁকড়া আটক করা হয়।

এ সময় ফুরকান মালী ও মতি মালীর নেতৃত্বে একটি বাহিনী আমাদের উপর আক্রমণ করে এবং আটক করা কাঁকড়া ছিনিয়ে নেয়। এসময় আমাদের সিপিজির সদস্যদের একজন আহত হয়। তিনি আরো বলেন, এব্যাপারে উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন