পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগ ভান্ডারিয়াা উপজেলা শাখার সাবেক আহবায়ক, বর্তমান সদস্য ও ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার এর বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন ফারুক হাওলাদার (৭৫) সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে তার ভাÐারিয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……. রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বাসস্টান্ড কলেমা চত্বরে আসর বাদ মরুহুমের জানাজা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে। জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-০২ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, পিরোজপুর রিপোটার্স ইউনিটের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক সংকল্পের উপ বার্তা সম্পাদক শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।