হোম রাজনীতি শোকজের জবাব দিলেন ব্যারিস্টার সুমন

রাজনীতি ডেস্ক:

হবিগঞ্জে আদালতে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর জবাব দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ সবুজ পালের আদালতে সশরীরে হাজির হয়ে তিনি জবাব দেন।

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুরের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন তিনি। প্রথমত, বাজারটি জনাকীর্ণ। দ্বিতীয়ত, ওই নির্বাচনী সমাবেশের জন্য তিন রাস্তার মোড়সহ বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান তিনটি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত, ওই নির্বাচনী সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।

আদালতে হাজিরার পর ব্যারিস্টার সুমন সাংবাদিকদের বলেন, ‘সেদিন যে মানুষের জমায়েত হয়েছিল সেখানে আমার কোনো প্রোগ্রাম ছিল না। এখানে কোনো সভা-সমাবেশ করার পূর্বনির্ধারিত পরিকল্পনা ছিল না। সভা করার জন্য কোনো ধরনের লিফলেট, ব্যানার বা প্রচার প্রচারণা করা হয়নি। তাই পুলিশকে জানানো বা তাদের অনুমতি নেয়ারও কোনো সুযোগ ছিল না।’

তিনি বলেন, ‘আমি যেখানেই যাই, মানুষ আমাকে ভালোবেসে জড়ো হয়। ২ ডিসেম্বর তেমনই আমার আসার খবর পেয়ে এলাকার মানুষ জমায়েত হয়েছিলেন। বিষয়টি আমি আদালতকে লিখিতভাবে জানিয়েছি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন