ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের শৈলকুপার নতুন ব্রীজ যেন এক মরণ ফাঁদ, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। দেখার কেউ নেই এমন অবস্থায় পড়ে আছে শৈলকুপার নতুন ব্রীজের পশ্চিম পাশের রাস্তাটি।রাস্তার বড় একটা অংশ ভেংগে গেছে ও বড় গর্তের সৃষ্টি হয়েছে প্রতিদিন শত শত গাড়ি ও পথচারীরা এই রাস্তা দিয়ে চলাচল করে । এর আগেও ঠিক একই স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছিল মেরামত করা হলেও বেশিদিন স্থায়ী হয়নি। বার বার একই জায়গা থেকে গর্তের সৃষ্টি হওয়া জায়গাটিতে স্থায়ী মেরামত করা দরকার। শৈলকুপাসহ এলাকাবাসির দাবী অতি দ্রুত রাস্তার গর্তটি মেরামত করে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে মানুষের জীবন বাঁচাতে।
পূর্ববর্তী পোস্ট