শৈলকুপা (ঝিনাইদহ) :
ঝিনাইদহের শৈলকুপা থানায় নবাগত ওসি জাহাঙ্গীর আলম এর যোগদান ও বিদায়ী ওসি বজলুর রহমানকে ফুলের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল থানার অফিসার্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসআই আতিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নবাগত ওসি জাহাঙ্গীর আলম, বিদায়ী ওসি বজলুর রহমান, থানার তদন্ত ওসি মহসীন হোসেন, কচুয়া তদন্ত কেন্দ্র (ওসি) শামসু জোহা প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে নবাগত ও বিদায়ী ওসিকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন শৈলকুপা সার্কেল এএসপি। এসময় থানায় কর্মরত পুলিশ সদস্য, এএসআই, এসআই, গোয়েন্দা বিভাগের সদস্য, সকল ক্যাম্প ইনচার্জ ও শৈলকুপা প্রেসক্লাব সভাপতি মাসুদুজ্জামান লিটন, সাধারন সম্পাদক শিহাব মল্লিক সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট