হোম অন্যান্যসারাদেশ শৈলকুপা উপজেলার চেয়ারম্যানের মৃত্যু!

শৈলকুপা উপজেলার চেয়ারম্যানের মৃত্যু!

কর্তৃক Editor
০ মন্তব্য 142 ভিউজ

শৈলকুপা ঝিনাইদা প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শিকদার মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেছেন। আজ সকালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
জানা যায়, বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পথিমধ্যে মৃত্যুবরণ করে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে তার মৃতদেহ শৈলকুপা পৌর এলাকার খালকুলা গ্রামের নিজ বাড়িতে আনা হয়। পরে বাদ আছর তার নামাজে জানাজা সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তার গ্রামের বাড়ি উপজেলার হাকিমপুর ইউনিয়নের নলখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই, উপজেলা আ‘লীগসহ অঙ্গসংগঠন শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন