হোম অন্যান্যসারাদেশ শৈলকুপায় সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু

শৈলকুপায় সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 142 ভিউজ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২২ আগস্ট (শনিবার) রাতে এ ঘটনা ঘটে। তারা হলো- উপজেলার নাকোইল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে তাহসীন (৯) ও পৌর এলাকার চতুড়া গ্রামের শুভ মিয়ার ছেলে রাব্বি (৬)। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু তাহসীন রাতে ঘরে ঘুমিয়েছিল। রাত ২টার দিকে সাপে কামড় দিলে সে কান্নাকাটি শুরু করে।

পরিবারের লোকেরা টের পেয়ে তাকে প্রথমে ওঝা দিয়ে চিকিৎসা করায়। এরপর ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পর মারা যায়। অপরদিকে, উপজেলার চতুড়া গ্রামে রাব্বি মায়ের সাথে ঘুমিয়েছিল। রাত ১০টার দিকে সাপে তাকে কামড় দেয়। এ সময় পরিবারের লোকজন শিশুর বুকের উপর বিষধর সাপটি দেখতে পেয়ে পিটিয়ে হত্যা করে।

এরপর শিশুটিকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই শিশু রাব্বিরও মৃত্যু ঘটে। শৈলকুপায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন বলেন, এন্টিভেনম একটি ডোজ হাসপাতালে থাকলেও তা প্রয়োগে বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় আমরা সেবা দিতে পারছি না। তবে উভয় শিশুদের বাড়ি থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যেতে দেরি করায় তাদের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন