হোম অন্যান্যসারাদেশ শৈলকুপায় শীতার্ত ভ্যানচালকের মাঝে কম্বল বিতরণ

শৈলকুপায় শীতার্ত ভ্যানচালকের মাঝে কম্বল বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 125 ভিউজ

শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় অসহায়, হতদরিদ্র ভ্যানচালকের মাঝে কম্বল বিতরণ করেছে তরুণ সমাজসেবক ও ঢাকা মোহাম্মদপুর মহিলা কলেজের শিক্ষক উজ্জল হোসেন। আজ দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে অর্ধশতাধিক এসব অসহায় ভ্যানচালকের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মান্নান হোসেন ও ‘অবিরাম উন্নয়ন বাংলাদেশ’ নামে স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ কম্বল হাতে পেয়ে অসহায় ও গরীব ভ্যানচালকেরা আনন্দ প্রকাশ করেন।

কম্বল বিতরণকালে তরুণ সমাজসেবক ও শিক্ষক উজ্জল হোসেন বলেন, মানুষ মানুষের জন্য, মানবতার সেবা পরম ধর্ম। সমাজে পিছিয়ে পড়া অসহায়, দুস্থ মানুষের জন্য তিনি অনেক আগে থেকেই কাজ করছেন, ভবিষ্যতেও কাজ করে যাবেন। সমাজের তরুণ সমাজসেবক ও বৃত্তবানদের এগিয়ে আশার আহান জানান। পরে তার নিজ গ্রাম পুরাতন বাখরবাহ এলাকাতে আরো অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন