হোম অন্যান্যসারাদেশ শৈলকুপায় শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক উদ্বোধন

শৈলকুপায় শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 135 ভিউজ

শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে উদ্বোধন উপলক্ষে কবিরপুর নুর জাহান সুপার মার্কেট এর নিচতলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। নুরজাহান সুপার মার্কেটের মালিক ও পৌর ওর্য়াড কাউন্সিলর শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শৈলকুপার কৃতি সন্তান ও বিশিষ্ঠ ব্যবসায়ী প্রবীর কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের হাটগোপালপুর এফএভিপি ও শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম বখতিয়ার ও শৈলকুপা সিটি কলেজ অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ও বনিক সমিতির সভাপতি আব্দুস সোবহান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজাউল করিম ও মনিরুল ইসলাম। আলোচনা সভা শেষে ব্যাংকিং শাখার উদ্বোধন করেন শাহজালাল ইসলামী ব্যাংকিং এর এভিপি মাসুদুর রহমান।
সত্তাধিকারি মনিরুল ইসলাম এর পরিচালনায় শৈলকুপায় এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম চলমান থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন