হোম রাজনীতি শৈলকুপায় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২১ তারিখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকালে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সরোয়ার জাহান বাদশার সঞ্চালনায় ও আহবায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব আলী জোর্য়াদার, সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ইসমাইল হোসেন(পিপি) প্রমুখ।

এ সভায় কার্যনিবাহী কমিটির হাতে ১০ জন মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি ফরম জমা দেন। বক্তারা, আগামী ২৮ ফেব্রুয়ারী উপনিবার্চনে জননেত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দিবে, তার পক্ষে সবাই একতাবদ্ধ হয়ে বিজয়ী করার লক্ষে কাজ করার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন