শৈলকুপা (ঝিনাইদহ) :
ঝিনাইদহের শৈলকুপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক রওশন আরা আফরোজ (৩৫) ও ৫৩ বছর বয়সী এক বৃদ্ধ সহ দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন। তিনি জানান, সকালে ৮টি নমুনা প্রাপ্ত রিপোর্টের ফলাফল হিসেবে দুজনের রিপোর্ট পজেটিভ ও ৬টি নমুনা নেগেটিভ এসেছে।
শনাক্ত একজনের বাড়ি উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের হুদা কুশবাড়িয়া ও অপর জন পৌর এলাকার খুদের মোড় গ্রামে। দুজনেই চট্টগ্রাম থেকে সংক্রমিত হয়ে শৈলকুপায় এসেছে। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। উভয়ই সুস্থ আছেন বলেও নিশ্চিত করেন তিনি। এছাড়া প্রাপ্ত ২৭৪ টি নমুনা রিপোর্টের মধ্যে উপজেলায় মোট শনাক্ত ৪১, নেগেটিভ ২৩৩, সুস্থ ১৬ ও মারা গেছেন ২ জন ব্যক্তি।