হোম অন্যান্যসারাদেশ শৈলকুপায় দুই চোর গ্রেফতার

শৈলকুপায় দুই চোর গ্রেফতার

কর্তৃক
০ মন্তব্য 104 ভিউজ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় সরকারী বৈদ্যুতিক চোরাই তারসহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(২৫ জুন) দুপুরে উপজেলার বড়দাহ থেকে তাদের গ্রেফতার করা হয়।

শৈলকুপা থানার এসআই শিহাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকার সরকারী বৈদ্যুতিক তারের খোসা আলামত হিসেবে উদ্ধার করে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, ‘মনিকো’ লিমিটেড এর ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট কন্ট্রাক প্যাকেজ-০৩ খুলনা অঞ্চলের সহকারী ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে ৫ জনকে আসামী করে বৃহস্পতিবার (২৫ জুন) শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। বাদী শৈলকুপার গাড়াগঞ্জ বড়দাহ বেজ ক্যাম্পে নির্মানাধীন ব্রীজ এর দায়িত্বে আছেন। মামলার আসামীরাও একই কোম্পানীতে বিভিন্ন পদে বড়দাহ প্রজেক্টে কর্মরত।
বাদীর অভিযোগ, আসামীরা বড়দাহ প্রজেক্টে কাজকর্ম দেখাশোনা ও মালামাল রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছিলো। বড়দাহ প্রজেক্টের গুদামঘরে রক্ষিত হাই ভোল্টেজ ক্যাবল, ওয়েল্ডিং ক্যাবল, ওয়েরিং ক্যাবল গত ২০ এপ্রিল থেকে ৫মে’ র মধ্যে তারা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
এ ঘটনায় পুলিশ এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া জেলার বারখাদা মধ্যপাড়া এলাকার আজগর আলীর ছেলে আশিকুর (২৭) ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নিজশেখ সুন্দর এলাকার আয়নাল হকের ছেলে ইমদাদুল হক (২২)। এরা মামলার ৩ ও ৪ নাম্বার আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে।শৈলকুপার থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে, অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন