হোম জাতীয় শৈলকুপায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু

শৈলকুপায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 77 ভিউজ

শৈলকুপা (ঝিনাইদহ)প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে সখিনা খাতুন (৪০) ও বৃদ্ধা মমতা রাণী সাহা (৮৪) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার ও সোমবার পৌর এলাকার কবিরপুরে এঘটনা ঘটে। এ নিয়ে ভাইরাসে উপজেলায় ৬ জনের মৃত্যু হলো। মৃত গৃহবধূূ ওই গ্রামের আব্দুর রশীদের স্ত্রী ও বৃদ্ধা ডাঃ অলোক সাহার মাতা। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন জানান, গৃহবধূ সখিনা করোনা উপসর্গ নিয়ে শৈলকুপা হাসপাতাল ও বৃদ্ধা মমতা রানী সাহা ঝিনাইদহ হাসপাতাল করোনা ইউনিটে ভর্তি ছিল। রোববার সকালে গৃহবধূর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেলে রের্ফাড করা হয়। পরে দুপুরের দিকে তার মৃত্যু হয়। অপরদিকে বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়। উভয়ের শরীরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের উপসর্গ ছিল। তিনি আরো জানান, উভয়ের বাড়ি লাল পতাকা টেনে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন