হোম অন্যান্যসারাদেশ শৈলকুপায় করোনায় একজনের মৃত্যু

শৈলকুপায় করোনায় একজনের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 128 ভিউজ

 টিপু সুলতান ,শৈলকুপা (ঝিনাইদহ)  :
ঝিনাইদহের শৈলকুপায় করোনা পজেটিভ সারোয়ার মোর্শেদ (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিশ্চিত করেন তার পরিবারের সদস্যরা। এনিয়ে উপজেলায় ৩ জনের মৃত্যু হলো। মৃত ব্যক্তি পৌর এলাকার রামগোপাল পাড়ার মৃত রফিউদ্দীণ মোল্লার ছেলে। জানা যায়, গত ২ জুলাই (বৃহস্পতিবার) কুষ্টিয়া ল্যাব থেকে প্রাপ্ত নমুনা রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। ওইদিন বিকালেই উন্নত চিকিৎসার জন্য তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে ভর্তি হন। দুদিন চিকিৎসা থাকা অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন জানান, মৃত ব্যক্তির লাশ রাজশাহী থেকে আসা মাত্রই স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন সম্পন্ন করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন