স্পোর্টর্স ডেস্ক:
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করেছে দক্ষিণ আফ্রিকা। হেনরিখ ক্লাসেন ও মার্কো ইয়ানসেনের চার-ছক্কার ঝড়ে শেষ ১০ ওভারেই ১৪৩ রান তুলে নেয় প্রোটিয়ারা। তাতে স্কোরবোর্ডে নির্ধারিত ৫০ ওভার শেষে রানের পাহাড় গড়েছে এইডেন মারক্রামের দল।
শনিবার (২১ অক্টোবর) ভারত বিশ্বকাপের ২০তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের।