হোম খেলাধুলা শেষ ওভারে ‘প্রাণ খুলে’ রান দিলেন মুস্তাফিজ

খেলাধূলা ডেস্ক :

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম তিন ওভারে ভালোই বল করেছিলেন দিল্লি ক্যাপিটালসের টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ইনিংসের ২০তম ও নিজের শেষ ওভারে ‘প্রাণ খুলে’ রান খরচা করেন তিনি।

নিজের প্রথম তিন ওভারে ২২ রান দিলেও চতুর্থ ওভারে ২টি ওয়াইডসহ মোট ১৫ রান ব্যয় করেছেন কাটার মাস্টার, বিনিময়ে কোনো উইকেটই পাননি তিনি। ফিজের মতো ‘প্রাণ খুলে’ রান দিয়েছেন তার অন্য দুই সতীর্থ চেতান সাকারিয়া ও শার্দুল ঠাকুরও। ৪ ওভারে সাকারিয়া ৪৪ ও শার্দুল ৪০ রান দিয়েছেন। তাতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে লখনৌ। জয়ের জন্য ১৯৬ রান করতে হবে দিল্লিকে।

কুইন্টন ডি কক ২৩ রান করে আউট হওয়ার পর দীপক হোদাকে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন লোকেশ রাহুল। ৩৪ বলে ৫২ রানের ছোটখাটো ঝড় তুলে ফিরে যান হোদা। রাহুল ৫১ বলে ৭৭ রান করে আউট হন শার্দুলের বলে। বাকিদের মধ্যে মার্কাস স্টোইনিস ১৭ ও ক্রুনাল পান্ডেয়া ৯ রান করেন।

নিজেদের আগের দেখায় লখনৌর বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল দিল্লি। ৩ উইকেটে দিল্লির দেওয়া ১৫০ রানের টার্গেটে খেলতে নেমে ২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় লোকেশ রাহুলের দল। ওই ম্যাচে ৮০ রান করে ম্যাচসেরা হয়েছিলেন লখনৌর কুইন্টন ডি কক।

দিল্লি একাদশ

পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রিশভ পন্ত, ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, চেতান সাকারিয়া, কুলদীপ যাদব ও মুস্তাফিজুর রহমান।

লখনৌ একাদশ

কুইন্টন ডি কক, লোকেশ রাহুল, দীপক হোদা, মার্কাস স্টোইনিস, আইয়ুস বাদোনি, ক্রুনাল পান্ডেয়া, কৃষ্ণাপা গৌতম, জেসন হোল্ডার, দুশমন্থ চামিরা, মহসিন খান ও রবি বিষ্ণু।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন