হোম জাতীয় শের-ই বাংলা মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা টিসিএ’র

জাতীয় ডেস্ক:

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ)। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৬ আগস্ট) টিসিএ’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

এতে বলা হয়, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়েছেন- এমন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বক্তব্য ক্যামেরায় ধারণ করায় কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশারের নেতৃত্বে তার সহযোগীরা সাংবাদিকদের উপর হামলা চালায়।

এই ঘটনায় সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসান, চ্যানেল ২৪-এর বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, চিত্র সাংবাদিক রুহুল আমিন, এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান আমিনুল ইসলাম ফিরোজ ও চিত্র সাংবাদিক আজিম শরীফ আহত হন।

ন্যক্কারজনক এই ঘটনায় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন টিসিএ’র পক্ষ থেকে সভাপতি শেখ মাহাবুব আলম, সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন তীব্র নিন্দা জানান। একইসঙ্গে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন