জাতীয় ডেস্ক :
শেরপুরে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ মো. বাচ্চু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। রোববার (৮ মে) রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৯ মে) দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত বাচ্চু মিয়া একই ইউনিয়নের কুলুরচর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রোববার রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের প্রত্যন্ত পল্লী সাতপাকিয়া গ্রামে অভিযান চালায় র্যাব সদস্যরা। ওই সময় ১১ গ্রাম হেরোইনসহ বাচ্চু মিয়াকে আটক করে র্যাব। ওই সময় তার কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে র্যাবের তরফ থেকে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত বাচ্চু দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।