হোম অন্যান্যসারাদেশ শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে স্মরণ সভা ও দোয়া মাহফিল

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের আয়োজনে সদ্য প্রয়াত ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লার স্মরণ সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে অনুষ্ঠিত হয়েছে।

অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জাতীয় কৃষি পদক প্রাপ্ত (এআইপি) স্বপন দাশ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম।

প্রভাষক মো. সাইদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মো. হোসাইন সায়েদীন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, উৎপল কুমার দাশ, অপূর্ব লাল সাহা। এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সিদ্দিক আলী, জনাব মোঃ ফারুকুল ইসলামসহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শুভদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেক শহিদুল ইসলাম, প্রয়াত দীন মহম্মদ মোল্লার ভাই শিক্ষক মানসুর মোল্লা, প্রধান শিক্ষক শেখ শহিদুল্লাহ, আব্দুর সবুর শেখ, শংকর সরদার।

এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন জনাব মাওলানা নাজমুল হক। এর আগে প্রয়াত সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লার উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য, দীন মহম্মদ মোল্লা ১৯৭১ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর জন্মগ্রহণ করেন এবং গত ২৯ মে ২০২৩ খ্রি. লিভারের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রী ও অসংখ্য আত্মীয় ও গুনাগ্রাহী রেখে যান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন