ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বুধবার সকাল ১০টায় অত্র কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এসময় ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।
সহকারী অধ্যাপক মো. হোসাইন সায়েদীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শেখর চন্দ্র হালদার, মৃত্যুঞ্জয় কুমার দাশ, শেখ তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, সালমা খাতুন, অপূর্ব লাল সাহা, প্রভাষক শেখ শামীম ইসলাম, চন্দ্র শেখর অধিকারী, সুব্রত কুমার দাম, মোস্তাফিজুর রহমান এবং অনুষ্ঠানের আহবায়ক আমান উল্লাহ প্রমুখ।
আলোচকবৃন্দ সকলেই কলেজের আইন শৃঙ্খলা, নিয়ম কানুন, পরীক্ষা পদ্বতি, ড্রেসকোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সভাপতি তার বক্তব্যের শুরুতে উপস্থিত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এরপর তিনি সকল ছাত্রছাত্রীকে শৃঙ্খলা মেনে নিয়মিত ক্লাস করার আহবান জানান এবং কিভাবে পড়াশোনা করে কর্মক্ষেত্রে যাওয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
