হোম ফিচার ‘শেখ হাসিনার সময়ই হিন্দুরা নিশ্চিন্তে তাদের পূজা পালন করতে পারে’

রাজনীতি ডেস্ক :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসেন তখনই এ দেশের হিন্দুদের ধর্ম পালনে শতভাগ নিরাপত্তা দেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এ দেশের হিন্দুরা পূজা পালন করতে পারেন নি। সে সময় হিন্দুদের জীবনসহ নারীদের সম্ভ্রমের নিরাপত্তা ছিল না।

আসন্ন পূজায় যাতে কেউ প্রতিমার কোনো ক্ষতি করতে না পারে সে জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগঠনের প্রতিটি কর্মীকে শক্তিশালী প্রহরী হিসেবে পাহারা দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান শ ম রেজাউল করিম।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী উপজেলার ১৩৪টি মন্দিরে আলাদাভাবে সরকারি ও নিজ তহবিল থেকে আর্থিক অনুদান দেন।

নাজিরপুর সরকারি বঙ্গমাতা মহিলা কলেজ মাঠে পূজা পরিষদের উপজেলা সভাপতি চঞ্চল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন হালদার তিমিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মামুন প্রমুখ।

এর আগে সকালে উপজেলার বিভিন্ন অসহায় মানুষের মাঝে ৩৮টি গরু বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন