হোম অন্যান্যসারাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের কাছে রোল মডেল ঠিক তখন বিএনপি জামায়াত জোট এ দেশকে পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চাই -বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের কাছে রোল মডেল ঠিক তখন বিএনপি জামায়াত জোট এ দেশকে বাংলাভাই ও শায়েখ আব্দুর রহমানের মতো অভয়ারন্যে পরিণত করতে চাই। বাংলাদেশকে পাকিস্তানের মতো সন্ত্রাসী রাস্ট্র বানাতে চাই।

তিনি সোমবার দুপুরে সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

বাহাউদ্দিন নাছিম আরো বলেন, যখনই নির্বাচন আসে তখন তারা নির্বাচন করবে না বলে নানা ধরনের পায়তারা করে। তারা জানে তারা নির্বাচনে অংশ গ্রহন করলে তাদের দূর্নীতি, তাদের অপকর্ম, তাদের সন্ত্রাসী কর্মকান্ডের কারনে বাংলাদেশের মানুষ তাদের ভোট দিবেন না। এ কারনে তারা ভোটকে ভয় পাই। ভোট থেকে দূরে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে। নির্বাচন থেকে দূরে সরে গিয়ে তারা বিদেশীদের কাছে ধর্না দেয়। তারা বিদেশী বন্ধুদের কাছে বিনিয়োগ করে তাদের লুন্ঠিত অর্থ তারা বিদেশে পাচার করে বাংলাদেশের মানুষের পক্ষে ধারাবাহিকতা রক্ষার্থে সাংিবাধানিক শাসনতান্ত্রিক শাসক ব্যবস্থা ব্যর্থ করে স্বৈরচারী কায়দায় দেশের বিরাট ক্ষতিকরনের ষড়যন্ত্রে সাথে লিপ্ত হয়। তাদের আক্ষেপ একটাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ আজ সারা বিশ্বে সমাদৃত। কারন তারা পাকিস্থানিদের দালাল। তারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিপক্ষে অস্ত্র ধরেছিল। তারা হিন্দু মুসলিম সবাইকে একাকার করে হত্যা করেছিল। হত্যা করেছিল আমাদের সন্তানদের। সেই ঘাতকদের দল বিএনপি। সেই ঘাতকদের নেতা হলো খুনি জিয়াউর রহমান। তিনি পাকিস্থানী আইএস এর সাথে চক্রান্ত করে দেশি বিদেশী ষড়যন্ত্রকারীদের ধরে আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল। হত্যা করেছিল বঙ্গ মাতা ফজিলাতুন নেছা মুজিবকে। হত্যা করেছিল জাতির পিতার সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল, শেখ জামাল ও শিশু পুত্র শেখ রাসেলকে। হত্যা করেছিল নবপরিনিতা বধূ সুলতানা কামাল রোজী কামালকে, হত্যা করেছিল বীর মুক্তি যোদ্ধা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও তার অন্তসত্বা স্ত্রীকে। হত্যা করেছিল কৃষকনেতা আব্দুর রব সেরনিয়াবাত, তার কন্যা বেবী সেরনিয়াবাত, আরিফ সেরনিয়াবাত ও তার নাতিকে। হত্যা করেছিল কর্ণেল জামিল উদ্দীনকে, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে। জাতির পিতার অবর্তমানে যারা মহান মুক্তিযুদ্ধ ও দেশ পরিচালনা করেছিল তাদেরকেও নিষ্ঠুরভাবে কারাগারের অভ্যন্তরে তারা হত্যা করেছিল। তিনি এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন