সংবাদ বিজ্ঞপ্তি :
শিল্পপতি মরহুম আকিজ উদ্দিনের মেজো পুত্র, আলহাজ শেখ আফিল উদ্দিন এমপির ভাই শেখ মমিন উদ্দিন সিআইপির মৃত্যুতে শোক জানিয়েছেন যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির। সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শেখ মমিন উদ্দিন করোনা আক্রান্ত হয়ে ঢাকা মগবাজারস্থ নিজেদের প্রতিষ্ঠিত আদ-দ্বীন হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।প্রসঙ্গত, মমিন উদ্দিনের মরহুম পিতা লেদার টেকনোলজির উপর তাকে ইংল্যান্ড থেকে পড়াশুনা করিয়ে তাঁর হাতে তুলে দেন বাংলাদেশের অন্যতম আধুনিক ট্যানারি এসএএফ লেদার ইন্ডাস্ট্রিজ (নওয়াপাড়া-যশোর) ও আকিজ ফুটওয়্যার (আশুলিয়া-সাভার) এবং গোন্ডেন-আকিজ ফুটওয়্যারের (রুপদিয়া-যশোর) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব।চামড়া শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একাধিকবার “স্বর্ণ ট্রফি” গ্রহণ করেছেন।